ছেলেটা চোখ মুছে দাঁড়িয়ে আছে
আকাশ দেখবে বলে -
কতদিন সে নীল আকাশ দেখে নি
হাসপাতালের বিছানায় শুয়ে অনেক স্বপ্ন দেখেছিল
একদিন সে অন্য সব ছেলেদের মতো দুরন্ত গতিতে ছুটবে
ফুটবল পায়ে নিয়ে সব্বাইকে কাটিয়ে গোল করবে।

এখন সে ক্রচে ভর দিয়ে আকাশ দেখার চেষ্টা করছে
মুখের ম্লান হাসিটা হলুদ বর্ণ রঙ নিয়েছে
আর কোনোদিন গোল করতে পারবে না
দেশের হয়ে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে
খেলতে গিয়েই চোট পেয়ে বাম পাটাই  বাদ দিতে হল
দু'চোখ বেয়ে ঝরঝর করে জল নামছে।

অভিশপ্ত কালো দিনকে ভুলতে পারে না
জীবনে বসন্ত উৎসব নেই
রামধনু রঙের ছোঁয়া আর কখনও রঙিন হবে না
মৃত নদীতে জোয়ার আসে -
ছেলেটা জোয়ারের প্রতিক্ষায় বসে থাকবে অনন্তকাল।

          ******

রচনাকাল -
২৩শে জুলাই ২০২৪