গোধূলির সংলাপে বেজে ওঠে ঢাক
কান্না থেমে যায় অলীক আবাহনে
দূর্গা মায়ের চরণ পড়েছে মাটির উঠোনে
শঙ্খ ঘন্টা কাঁসরের শব্দে জেগে উঠেছে আসমুদ্রহিমাচল।
আলোক সজ্জায় সেজে উঠেছে শহর থেকে গ্রাম
গোধূলির সংলাপ কাব্য হয়ে যায় -
নীল জোছনার হাত ধরে হাঁটছে জনগণ
দুঃখের অভিধান তোলা থাক এইটুকু চাই মা।
প্যান্ডেলে প্যান্ডেলে জনসমুদ্র...
রঙিন আলোর বর্ণমালায় লেখা থাকে বাঁচার ঠিকানা
কখন যে রাত্তিরগুলো ভোর হয়ে বোঝাই যায় না
সমস্ত দুঃখ ভুলে সব্বাই মেতে উঠেছে উৎসবের আঙিনায়।
******
রচনাকাল -
৮ই অক্টোবর ২০২৪