একটু একটু করে সব আলো নিভে গেছে
চাঁদের জোছনা বুকে জড়িয়ে শুয়ে থাকে মানুষ
ঘুম আসে না তবুও ঘুমোনোর চেষ্টা করছে সব্বাই।
মৃত নদীও ঘুমিয়ে পড়েছে
মানুষের আসে না ঘুম একটুও
কান্না ভুলে গেছে তবুও যেন দু'চোখে খরেস্রাতা নদী।
দিনের আলোতেও ঠিকানা খুঁজে পায় না
গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছে দারিদ্র্য
ঠোঁটের কোণে লুকিয়ে আছে ইতিহাসের খরা।
কখনও কখনও মনে হয় জীবনটাই যেন এক মস্ত গোলকধাঁধা
দখিনা হাওয়ার ছোঁয়ায় শিমুল পলাশ হাসাহাসি করে
মানুষ কবে হাসবে ফুলের মতো হা হা হা হো হো হো হি হি হি ...
******
রচনাকাল -
১৫ই মার্চ ২০২৪