গোলাপ ফুলে গন্ধ নেই
তবুও ভালোবাসার উপহার গোলাপ
কাঁটা ফুটলেই রক্ত ঝরে
তবুও গোলাপ চাইই চাই ভালোবাসায়।
গোলাপের সৌন্দর্যে মুগ্ধ প্রেমিক প্রেমিকা
মনের গোপন নদীতে জলোচ্ছ্বাস -
ভালোবাসায় ভেসে যায় হৃদয়ের উপকূল
সেখানে জাতি ধর্মের রঙ নেই।
অন্ধ বিশ্বাসে ঘর বাঁধে ভালোবাসা
গোলাপ শুকিয়ে যায় -
ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল?
মাঝে মাঝে ওঠে ঝড় ওষ্ঠের নদীতে
অবুঝ হৃদয়ে শুকিয়ে যাওয়া কালো গোলাপ
জন্মান্তর হয় গোলাপ ফুলের -
ভালোবাসার নদী হয় উথালপাথাল।
*****
রচনাকাল -
২৭শে জুন ২০২৪