থাকছি ঘরে দানার ভয়ে
পাব কী সবাই পার
হে ঈশ্বর বাঁচাও মোদের
খোলো তোমার দ্বার।

'দানা' কখন মিলবে ডানা
কাটবে কখন ভয়
ঈশ্বর যদি পাশে থাকেন
সবই করবো জয়।

ঘূর্ণি ঝড় 'দানা'র জন্যে
মানুষ দিশেহারা
ভেসেছে জলে সংসার সুখ
সব্বাই পাগলপারা।

ঝড়ের দাপটে ভেঙেছে ঘর
ছিঁড়েছে বিদ্যুতের তার
গাছপালা ভেঙে আঁধার জীবন
মানুষ পাবে না পার?

প্রতি বছর ঘূর্ণি ঝড়ে
ফসলের হয় হানি
সভ্য মানুষ তবুও বলে
সবই আমরা জানি।

       *****

রচনাকাল -
২৫শে অক্টোবর ২০২৪