নীল আকাশে ঘুড়ির মেলা
রঙিন হয়েছে আকাশ
ঘুড়ি লাটাই মাঞ্জা সুতো
বইছে শরৎ বাতাস।

শিশির ভেজা শিউলি ফুল
মেঘের মতো হাসে
নীল আকাশে ঘুড়ির মেলা
উজান স্রোতে ভাসে।

      ******