যন্ত্রণায় বিদ্ধ হতে হয় ঘরে বাইরে -
কান্না ভেজা মাটির উঠোন কাব্য হয়ে যায়
হৃদয়ের কোণায় কোণায় ছড়িয়ে দুঃখের বর্ণমালা
তবুও অদৃশ্য পিছুটান সারা জীবন হাতছানি দেয়।
ঘরের মানুষ বোঝে না, বাইরের মানুষ তো নয়ই
শাঁখের করাত শরীর ফালা ফালা করে দেয়
দু'চোখ ঝলসে যায় জোনাকির আলোতেও
নিমজ্জিত সুখের হদিস মেলেনি আজও...
অসুখ, গভীর অসুখ সুস্থ শরীরে -
ঘরে বাইরে অবহেলার যন্ত্রণা
মুখ ফিরিয়ে আছে অনাগত ভবিষ্যৎ
ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না প্রতিটি মুহূর্ত।
******
রচনাকাল -
২০শে এপ্রিল ২০২৪