সভ্যতার গলিতে নরকের ঘাম কেন
ঘড়ির কাঁটার শব্দে কোলাহল ওঠে
রক্তাক্ত নারী হৃদয়ের কান্না কাব্য
নীরব ভাষা নারীর প্রতিবাদ
ঝড় উঠেছে হৃদয় সাগরে
লুটপাট চলছে অন্দরে
যেন জলসাঘরে নাচ
উলঙ্গ জীবন্ত শব
মধ্যবিত্ত কাঙাল
উপ সং হা রে
চিতায় পোড়ে।
দগ দগে
শরীর
জুড়ে
ঘা।
*****
রচনাকাল -
১লা ডিসেম্বর ২০২৪