ঘাসের বুকে জলের ফোঁটা
তুলছে মধুর ধ্বনি
আকুল হয়ে ভিজছে ওরা
যেন সুখের খনি।

বর্ষাকালে ঘাসের শরীর
দ্বিগুণ ওঠে বেড়ে
স্নানের খেলায় মনের সুখে
বৃষ্টি দিচ্ছে নেড়ে।

সবুজ প্রকৃতি সবুজ ঘাস
বন্ধু হতে চায়
মানুষ মানুষের বন্ধু হলেই
মিটবে সকল দায়।

ঘাস মাড়িয়ে সব মানুষ
যে যার কাজে হাঁটে
নেই অভিযোগ নেই অভিমান
ঘাস হাসে পথে ঘাটে।

সবুজ শরীরে কোলাহল করে
ঘাসেরা গাইছে গান
ভোরের পাখির কিচিরমিচির
সবই প্রকৃতির দান।

       ******

রচনাকাল -
১৮ই জুলাই ২০২৪