মাটি দিয়ে রক্ত ওঠে
কৃষকের হয় ঘাম
শুষ্ক মাটিতে ফসল ফলায়
তবুও পায় না দাম।
মানুষ মানুষকে ঘেন্না করে
ভাবে ছোটো জাত
নীচু তলা আছে বলেই
পাও দু'মুঠো ভাত।
উঁচু তলা নীচু তলা
হাজার যোজন দূর
দুঃখ নদী বইছে জোরে
বাজছে করুণ সুর।
আগুনের উপর হাঁটছে গরীব
হয় না তবুও ছাই
উদয় অস্ত করে পরিশ্রম
কোথায় সুখটা পাই।
ঘেন্না করে আর থেকো না
গরীবকে ধরো বুকে
হবে তোমরা অনেক খুশি
থাকবে সবাই সুখে।
******
রচনাকাল - ১২ জানুয়ারী ২০২৪