ঘামের দাম ক'জন বোঝে
নিকড়ে নিতে চায়
মরলে শ্রমিক কেউ দেখে না
কেউ নেবে না দায়।

নিঃস্ব মানুষ রিক্ত হাতে
স্বপ্ন নিয়ে বাঁচে
শকুন ওড়ে আকাশ জুড়ে
দুঃখ কী আর ঘোচে!

ভোরের শিশির দেয় ভিজিয়ে
শ্রমিকের রক্ত ঘাম
হৃদয় গভীরে চলে অনশন
কে দেবে তার দাম?

ইতিহাস বলে শ্রমিক মরলে
কার কী বা এসে যায়
সব মানুষের রক্তও লাল
তবুও গরীব ক্ষয়!

অভুক্ত দিন হবে অবসান
কাটবে সকল ঘোর
ঘামের মধ্যে আছে লুকিয়ে
সভ্যতার এক ভোর।

      *****

১১ সেপ্টেম্বর ২০২৩