লাইন দিয়ে হাঁটছে মানুষ মিছিলে
বাসে ট্রেনে হাসপাতালে লম্বা লাইন
শ্মশান ঘাটে সেখানেও লাইন
মরেও শান্তি নেই‌ ...

লাইন ছাড়া পাবে না কোথাও টিকিট
ভোটে লাইন, খেলার মাঠে -
জুয়ার ঠেকে, মদের দোকান
সবখানেতেই লাইন, লাইন, লাইন ...

পয়সাওয়ালা তবুও লাইন -
গরীব মানুষ! দিতেই হবে লাইন
রেশন দোকান, জব কার্ড, ঘরের টাকা, ফসল বিমা
আরো আছে কতো কী ভান্ডার...

লাইন ছাড়া পাবে না কিচ্ছু ভাই
ঘাম ঝরবে, রক্তাক্ত হবে, লাশ পড়বে
শাপের মতো এঁকেবেঁকে গেছে সুদীর্ঘ লাইন ...

          ******

রচনাকাল -
১৫ই জানুয়ারী ২০২৫