মানুষ গান গাইতে ভুলে গেছে
গাছেরা গান গায় -
মানুষ কিন্তু কিছুই শুনতে পায় না।

নির্বাক অন্ধকারে জাপটে ধরে গলা
গান আসে না
মানুষের বিকট রেওয়াজ শুনে শুনে গাছেরা বিরক্ত
থামো থামো, অনেক করেছ কায়দা।

গাছেদের গান শুনেছ কখনও তোমরা
শুনে দেখো, হৃদয় জুড়িয়ে যাবে
প্রকৃতিকে তোমরা শুধুই ধ্বংস করতে শিখেছ।

গাছ লাগিয়ে দেখো -
এতো আনন্দ জীবনে কখনও পাও নি
গাছ লাগাও প্রাণ বাঁচাও
শুনতে পাবে সব্বাই বাঁচার মন্ত্র, মুক্তির গান।

          ******

রচনাকাল -
১৫ই মে ২০২৪