গাছকে যদি বন্ধু ভাবো
নেই তো কোনো ক্ষতি
ভালোবেসে জড়িয়ে ধরো
আসবে কাজে মতি।
নিঃশ্বাস নিতে বড়ই কষ্ট
যদি কাটো গাছ
প্রাণ বাঁচানোর মন্ত্র আছে
খুশিতে সবাই নাচ।
মানুষের বন্ধু গাছ হলে
সবুজ প্রকৃতি পাবে
ফুলে ফলে এই ধরাতল
হাসিতে খুশিতে রবে।
আঁচল বিছিয়ে আসন পাতো
প্রণাম করো সবাই
মুখ ফিরিয়ে থাকবে না আর
কেউ হবে না জবাই।
গাছকে যদি পিতা ভাবি
সদাই দেবে ছায়া
সেই ছায়াতেই সারা জীবন
পাবে স্নেহের মায়া।
******
রচনাকাল -
১লা জুন ২০২৪