মেঘ দল যেন পরিযায়ী শ্রমিক
রাস্তা ঘাটে পড়ে আছে মেঘেদের কঙ্কাল
মেঘের শরীরে বৃষ্টি নেই
ক্ষয়ে যাচ্ছে মধ্যবিত্তের যৌবন।

অকাল অন্ধকার কেটে যাবে একদিন
আকাশে জমবে মেঘ
ভিজবে মানুষ, ভিজে যাবে প্রকৃতিও
রুক্ষ সময় মুখ বুজে দেখবে প্রকৃতির বর্ষাকাল উৎসব।

মেঘের বুকে ছন্নছাড়া কান্নার শব্দ
মাটি থেকে উঠে আসছে আগুনের হলকা
বৃষ্টি নামলেই একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসবে মাটি থেকেই
এক লহমায় উধাও হয়ে যাবে গরমের তীব্রতা।

         *******

রচনাকাল -
২৫শে জুন ২০২৪