দোতারা বাজিয়ে চলেছে পথিক
ফিরবে কী আর ঘরে
জীবনে এসেছে মুক্তির রঙ
হৃদয় উঠবে ভরে।

সজল চোখে মরা জ্যোৎস্না
মুখে মলিন হাসি
ঘরে ফেরা হয় না কখনও
দুঃখটা হবে বাসি।

সংসার থেকে নিয়েছ বিদায়
চেয়েছ জীবনে মুক্তি
ফসিল শরীর অনাহূত আজ
দেখে না কোনো যুক্তি।

নতজানু হয় ভোরের আকাশ
হৃদয় ব্যথাতুর
পরিবার ভাবে ফিরবে ঘরে
ভাবনাটা করি দূর।

সব বন্ধন ছিন্ন করে
পাও কী জীবনে সুখ
চোখের জলে সংসার ভাসে
পরিবারের মেটে না ভুখ।

     ******

রচনাকাল -
১৭ ফেব্রুয়ারী ২০২৪