হাতের মুঠোয় ধরে রাখি রোদ্দুর
তবুও উত্তাপ খুঁজে বেড়ায় -
শীর্ণ মানুষগুলো একটু উত্তাপ চায়
শীতের কুয়াশা ছিঁড়ে রোদ্দুর আসে না হৃদয়ের উঠোনে।

জীবনের বারান্দায় সুখের ভোর নেই
গরীব অভিমান করতে পারে না
তবুও অভুক্ত কঙ্কাল শরীরে উইপোকা বাসা বাঁধে
উইপোকা ধনী গরীবের তফাৎ বোঝে না।

হৃদয়ের বন্দরে দেখা যায় ভাঙা জাহাজের মাস্তুল
রুগ্ন শরীরে বাসি রুটি জোগাড় হয় না
আর্তনাদ করছে এক দঙ্গল শিশু -
কোথায় আলো, কোথায় সুখের বাসস্থান!

         ******

রচনাকাল -
৯ই মার্চ ২০২৫