মুখের হাসি থাক অমলিন
শিশির ভেজা ভোরে
দুঃখ গুলো ভাসিয়ে দেবো
নিজের মনের জোরে।
শিশির বিন্দু কখন যেন
চোখের জলে মেশে
হৃদয় ভাঙা কান্না নিয়ে
তবুও যাবো হেসে।
কষ্ট জীবন কাব্য হবে
ঝরছে শিউলি ফুল
ভাগ্যটা আজ উদাস বাউল
সবটাই শুধু ভুল?
পথের দু'ধারে ছড়িয়ে আছে
ইতিহাসের কান্না
হৃদয় ব্যথা চিন চিন করে
হয় না দুবেলা রান্না।
শিশির ঝরা ভোর প্রভাতে
দুঃখ হবে দূর
অভুক্ত দিন হবে অবসান
গাইবো নতুন সুর।
*****
রচনাকাল -
৩ ডিসেম্বর ২০২৩