পা পিছলে পড়ে গেছে জীবন
অভুক্ত রোদ্দুর শিশির গিলে খায়
ভাঙনের মুখে দাঁড়িয়ে সংসার সামাল দেয়।
একমুঠো অন্ধকার বুকে জড়িয়ে শুয়ে আছে অন্ধ দেবতা
ঠান্ডা বাড়ছে, কাঁপন ধরে যায় হৃদপিন্ডে
আঁধারের বুক চিরে কান্নার শব্দ শোনা যায়।
মেঠো পথ ধরে হেঁটে যায় যৌবন -
দীপাবলির রোশনাই নিভে গেছে অনেক আগেই
তবুও উৎসবের রঙ খুঁজে বেড়ায় শীর্ণ মানুষ।
সারি সারি জীবন্ত কঙ্কাল হেঁটে চলেছে
শীতের মরা রোদ্দুরে উত্তাপ নেই -
বুকের বাতায়নে জলতরঙ্গের শব্দ শোনা যায়।
মুঠো মুঠো অন্ধকারে লিখে রাখি রাত জোনাকির কাব্যে
ঠান্ডায় জমে যাচ্ছে মানুষের নীরব অভিমান -
তবুও অভুক্ত শিশুরাও হাসছে খিলখিল করে।
*******
রচনাকাল -
১৯ ডিসেম্বর ২০২৩