মাটির বিগ্রহ থেকে খসে পড়ছে রঙ
শঙ্খচিলের ডানায় শুয়ে আছে বিকালের মেঘ
মানুষ ভুলে গেছে কেমন করে ঋণ শোধ হবে
ঋণ ক্রমশ বেড়েই চলেছে নীরবে।

মাটি থেকে ফসল ফলে -
আবার মাটি থেকে বিগ্রহ তৈরি হয়ে
জীবনের রঙগুলো ধুয়ে ধুয়ে কান্নার নদী হয়।

ছাই উড়ছে বাতাসে -
ঝড় নেই, তবুও ছাই ওড়ে মধ্যবিত্ত সংসারে
উপোস করা অভ্যাস আছে ...
সুখের চরে বালিঝড় ওঠে চিরকাল।

মাটির কোনো রঙ নেই ...
সহজেই ঘুমিয়ে পড়ে মাটির আঙিনায়
একমুঠো মাটিই গরীবের একমাত্র সম্বল।

           ********

রচনাকাল -
১০ই এপ্রিল ২০২৩