চাঁদ ডুবে গেছে -
রাতের গভীরতা কতো ওরা জানে না
জোনাকির সাথে গল্পে মশগুল
আকাশ থেকে এক এক করে তারারাও উধাও।
দখিনা হাওয়াতেও অন্ধকার কাটে না
শিমুল পলাশ বসন্তের কথা বলে
কোকিল গাইছে মনের সুখে গান
মানুষ কিন্তু গান গাইতে ভুলে গেছে।
বসন্তে কিবা এসে যায়
দারিদ্র্যের কাছে হেরে গেছে সভ্যতা
রঙিন স্বপ্নে বিভোর হতে ইচ্ছে করে সর্বদা
চোখের জলে লিখে রাখি একমুঠো ভাতের গল্প।
******
রচনাকাল -
১৭ই ফেব্রুয়ারী ২০২৫