পুড়ছে মানুষ পুড়ছে সবুজ
প্রখর রৌদ্র তাপ
নিঃশ্বাস নিতে বড়ই কষ্ট
বলছে বাপ রে বাপ!
ঝড় উঠবে ভেবেই মানুষ
আকাশ পানে চায়
মেঘের দেখা পায় না কেউই
মানুষ বলছে হায়!
একমুঠো রক্ত শরীরেও নেই
তবুও বের হয় ঘাম
নিঃস্ব মানুষ রিক্ত মানুষ
জীবনের নেই দাম।
মাটির মানুষ নীল আঁধারে
খুঁজছে শুধুই আলো
কোথায় আলো কোথায় বাতাস
যা দেখি সব কালো।
সূর্যের তাপে যাচ্ছে পুড়ে
হৃদয়ের উপবন
পুড়ছে শরীর পুড়ছে গরীব
নেই কোনো মূলধন।
*****
রচনাকাল -
১৮ই এপ্রিল২০২৪