এক টুকরো ভোর চেয়েছি
এক টুকরো সুখ
মিথ্যে আশায় ঘর বেঁধেছি
মেটেনি আজও ভুখ।

দুঃখ নদী বইছে জোরে
আসছে ফাগুন দিন
খুশির হাওয়া বইবে সেদিন
বুক করে চিন চিন।

শীতের কবিতা লিখব না আর
মানুষ পায় কষ্ট
গরম পোশাক নেই যে ওদের
সুখ যে লক্ষ্যভ্রষ্ট।

ঘরে বসে ক'জন মানুষ
সুখের বিছানা পায়
কুয়াশায় ঢাকা দুঃখ নদী
প্রবল স্রোতে ধায়।

শীতের রাত্তির পেরিয়ে গিয়ে
দেখবে নতুন ভোর
নীল আকাশে আলোর কিরণ
কাটবে সবার ঘোর।

      *****

রচনাকাল -
২ ফেব্রুয়ারী ২০২৪