সবুজ ঘাসে কিশোর বেলার
   স্মৃতি অনেক লেখা
      স্বপ্ন সাজাই সবুজ ঘাসে
         ধূসর আলোয় দেখা।

বিবর্ণ মুখ আজ অবেলায়
   পড়ছে ভীষণ মনে
      হলুদ শাড়ি এক কিশোরী
         লাজুক আঁখি টানে।

নদীর বুকে পানসি চড়ে
    স্রোতে উজান বাওয়া
       হৃদয় মাঝে জায়গা নিলে
          না চাওয়াতেই পাওয়া।

সবুজ ঘাসে কুমারী শরীর
    জোছনা মাখা আলো
       কলঙ্ক দাগ চাঁদের কাছে
          ধার না করাই ভালো।

এক জীবনে স্বপ্ন গড়া
    হলুদ শাড়ি প্রেম
       এক কিশোরীর মুখের ছবি
           হৃদয়ে রাখা ফ্রেম।।

         *******