এক আকাশের নিচে সবাই
থাকি দুঃখ সুখে
বাংলার মাটি বাংলার জল
হাসিটুকু থাক মুখে।

আকাশের মতো হৃদয় মোদের
বিপদেই পাশে থাকি
বারো মাসে তেরো পার্বণ
ঋণ থাকে না বাকি।

      ******