ডুবো জাহাজ ভাসে ডোবে
মানুষ শুধুই ডোবে
সাঁতার তুমি যতই কাটো
কূল পাবে না ভবে।

ছলাৎ ছলাৎ শব্দে জাহাজ
সাগর পানে ধায়
নিত্য নতুন অভাব সঙ্গী
দুঃখ গিলে খায়।

ঝড় উঠেছে মাঝ সাগরে
তবুও জাহাজ ভাসে
কষ্ট ভুলে জীবন দেবে
তবুও মানুষ হাসে।

ডুবো জাহাজ করে টলমল
মাঝ দরিয়ার বুকে
নিঃস্ব মানুষ কোনদিন কী
থাকবে আবার সুখে?

পাখির ডাকে ভোর হয়েছে
লিখছে কবিরা গান
ডুবো জাহাজ স্বপ্নে আসে
জীবন হোক ভাসমান।

        ******

রচনাকাল -
২১ ডিসেম্বর ২০২৩