দু'মুঠো সুখ কিনতে চেয়েছি সারা জীবন
বোধনের গান থেমে গেছে বহুদিন -
তবুও হাসি মুখে বাঁচতে চেয়েছি
পারি নি, সুখ ঝলসে গেছে অলীক জীবনের স্রোতে।
দুধ ভাত কখনও খাই নি
পালং পনির চোখেও দেখি নি
জলতরঙ্গের শব্দ দুঃস্বপ্ন মনে হয়
অভুক্ত থাকতে থাকতে খিদেটাই মরে গেছে।
ঋণের বোঝা চিরকাল তাড়া করে এসেছে
পালিয়ে বাঁচা যায় না ...
তাই নিজের সাথে লড়াইটা চিরকাল করে গেছি
ডুবো জাহাজের মতো ডুবতে ডুবতেও ডুবছি না
বাঁচার মন্ত্রটা জানি বলেই আজও দগ্ধে দগ্ধে বেঁচে আছি।
*******
রচনাকাল -
২০ ডিসেম্বর ২০২৩