শীতের আকাশে মেঘ জমেছে
হবে কী আবার বৃষ্টি
সাদা কুয়াশায় ঢেকেছে আকাশ
কেমনে হবে সৃষ্টি।

সবজি ফলন হবে না ভালো
ভাঙবে সুখের ঘর
শীতের দিনে বৃষ্টি হলেই
দুঃখের হবে জ্বর।

কৃষক শ্রমিক নতজানু হয়
চিরকাল ওরা মরে
বেলা অবেলার গল্প লিখে
সুখটুকু খুঁজে মরে।

রামধনু রঙ হারিয়ে গেছে
আকাশে মেঘের ভয়
আর কতকাল করবে লড়াই
গরীবেরই শুধু ক্ষয়।

সুখের বারান্দায় দাঁড়িয়ে শীত
উচাটন নদী জল
শীতের বৃষ্টি ঘুম কেড়েছে
দু'চোখ ছলছল।

       ******

রচনাকাল -
২৬শে ডিসেম্বর ২০২৪