দুগ্গা মায়ের আগমনে
প্যান্ডেলে মানুষের ঢল
সারা রাত্তির ঠাকুর দেখা
পুজোতে হবে কী জল?
শরৎ আকাশে মেঘের ভেলা
শিউলি ফোঁটা ভোর
কাশফুলেরা বুক ফুলিয়ে
খুলছে মায়ের দোর।
তিলোত্তমা পায় নি বিচার
ঘুঘুরা বলছে আসি
দুগ্গা মায়ের আগমনে
হবে কী কারুর ফাঁসি?
মন ভালো নেই আমজনতার
তবুও হবে পুজো
লক্ষ ভিড়ে সবাই মিলে
তিলোত্তমায় খুঁজো।
মা দুগ্গা সবই জানো
ন্যায়ের বিচার দিও
ধর্ষকদের ধরিয়ে দিয়ে
এবার পুজো নিও।
*****
রচনাকাল -
৫ই অক্টোবর ২০২৪