বাড়ছে গরম তীব্র দহন
পাখিদের হাসিও ম্লান
পুড়ছে মানুষ কান্না সময়
লিখছে মেঘের গান।
ঘূর্ণাবর্তেই বৃষ্টি নামে
ওঠে ভীষণ ঝড়
সুখের ভুবন হল তছনছ
মুখ থুবড়ে ঘর।
দগ্ধ সময় অভুক্ত পেট
হারিয়ে গেছে সুখ
ঝড় তুফানে খড়কুটো মন
সারাটা জীবন দুখ!
জীবনের রঙ হয়েছে ধূসর
ঠোঁটেতে মরা হাসি
চোখের কোণে পড়ছে কালি
দুঃখ রাশি রাশি।
বৃষ্টির আশায় বসে আছি
প্রতিদিন বাড়ছে গরম
মুক্তির পথ কেউ জানে না
মাটি কী হবে না নরম!
*****
রচনাকাল -
১০ই জুন ২০২৪