পিছন ফিরে দেখতে নেই
অনেক অতীত হাতছানি দিয়ে ডাকে
মেঘ রোদ্দুরের মধ্যে দিয়ে হেঁটে চলেছে মানুষ।
মিছিল নয়, তবুও মিছিল মনে হয়
বিস্তীর্ণ জলাভূমিতে অসংখ্য মরা মাছের কঙ্কাল
মানুষের কঙ্কাল রক্তাক্ত হয় প্রতিনিয়ত।
পিছনে তাকালে ধূসর মরুভূমি -
ভালোবাসাগুলো হামাগুড়ি দিয়ে হাঁটছে
আপনজন আপন বলে মনে হয় না।
ভাঙা ভাঙা সুখ উঁকি মারে হৃদয়ের জানালায়
ঝুঁকিপূর্ণ জীবন তবুও চলতেই হবে
থেমে থাকার উপায় নেই পিছন ফিরে তাকাবে কখন!
*******
রচনাকাল -
২৩ ই মে ২০২৪