অপুষ্টির শিশু নোংরা ঘাঁটে
শৈশব হয়েছে ব্রাত্য
ভাত রুটি রোজ জোটে না
এটাই ধ্রুব সত্য।
চোখে দেয় না কেউই কাজল
কিংবা কপালে টিপ
অদৃষ্ট আজ মুখ ফিরিয়ে
বুক করে ঢিপ ঢিপ।
স্কুলে তাদের হয় না যেতে
নেই তো পড়ার বালাই
শৈশব কাঁদে মুখ লুকিয়ে
সভ্যতা করে বড়াই।
জ্যোৎস্না আলো ঝিকমিক করে
আঁধারেতে থাকে কুঁড়ে
শরীরটাকে ঢাকতেই হবে
ছেঁড়া কম্বলে মুড়ে।
উত্তুরে হাওয়া বাড়ায় দাপট
শরীর বর্ণহীন
ভোরের আশায় প্রহর গোনে
বাঁচার আশাও ক্ষীণ।
*****
রচনাকাল - ১৭ জানুয়ারী ২০২৪