গাড়িতে এসি বাড়িতে এসি
বিলাস বৈভবের জীবন
গরীবের ঘর জলেই ভাসে
লিখেছে সদাই মরণ।
বন্যা কিংবা খরার কবলে
ভয়ের সাথে বাঁচা
সুদিন কবে দেখবে গরীব
ঘরগুলো ছোট্ট খাঁচা।
ধনীর হাতে অসহায় গরীব
কাব্যের নেই দাম
গরীবের চাই দুমুঠো ভাত
জীবন বন্দী খাম।
ঠান্ডা ঘরে রঙিন ভুবন
রামধনু আঁকা দেশ
গরীব বাঁচে নষ্ট রোদে
দুঃখটা আছে বেস!
ধনী গরীবের একটি উঠোনে
জ্যোৎস্না এসে পড়ে
তবুও তফাৎ লক্ষ যোজন
গরীব শুকিয়ে মরে।
******
রচনাকাল -
১৯শে সেপ্টেম্বর ২০২৪