মাঠে মাঠে হাওয়ায় দোলে
নবান্ন উৎসবের ধান
প্রকৃতি হাসে কৃষক হাসে
হবে দুঃখের অবসান।

হিমেল পরশ গায়ে জড়িয়ে
গাইছে কৃষক গান
দুমুঠো অন্নে সুখটাই লেখা
ধানই কৃষকের প্রাণ।

     ******