শেষ হয়ে যাচ্ছে সময় -
সকাল, বিকেল গড়িয়ে রাত ...
ঝরা পাতা নিঃশব্দে পড়ে শিশিরের মতো
কুয়াশার বিছানায় শুয়ে আছে অভুক্ত মানুষ।

দখিনা হাওয়ায় ভেসে আসবে ভালোবাসার ওম
বসন্তের প্রথম রোদ্দুরে সোহাগ আসে
নীল সমুদ্রের জলে স্নান করবে ভালোবাসা
সময় সংলাপ হতে চায় নীল অভিমানে।

অচ্ছুৎ মানুষকে ঘেন্না করে সব্বাই
মানুষের কী জাত আছে?
সব রক্তের রঙ লাল, তবুও জাতের বজ্জাতি গেল না
মানুষের ধ্বংসাবশেষ কুড়িয়ে বেঁচে আছে অচ্ছুৎ মানুষ।

           ######

রচনাকাল -
৮ই জানুয়ারি ২০২৫