আঁধারের সাথে সখ্যতা নয়
জীবন হবে না বন্ধ্যা
হৃদয়ের যত দুঃখ কাব্য
ভুলব অতীত সন্ধ্যা।

বোবা রোদ্দুর ঘুমিয়ে আছে
জাগবে না কোনোদিন
আঁধারের পথে জ্বলবে আলো
এমন আশাও ক্ষীণ।

ধ্বংসাবশেষ খুঁজেই দেখো
মিলতে পারে গুপ্তধন
জীবনে আছে সুখ দুঃখ
পাবেও সাথে কাঁটার বন।

ছোট্ট জীবন হামাগুড়ি দেয়
আধখানা রুটি খেয়ে
চাঁদের কলঙ্ক যাবে কী মোছা
অভাব আসছে ধেয়ে।

আঁধার পেরিয়ে আলোর দিশা
মিলবে একদিন খোঁজ
সেই দিন পাবে সবাই মুক্তি
হবে উৎসব ভোজ।

       ******

রচনাকাল -
৫ ফেব্রুয়ারী ২০২৪