শিরোনাম - ঢাকের বাদ্যি
************************

ঢাকের বাদ্যি যাবে এবার শোনা
আকাশ জুড়ে মেঘের আনা গোনা
শিশির ভেজা হাসছে ঘাসের দল
প্রকৃতির সাথে মানুষই করে ছল
আগমনী গানে মানুষের কথা বল।
    
         ******


শিরোনাম -  মহালয়া
*********************

মহালয়া মানে দূর্গা পুজোর শুরু
রঙিন আলোয় আলোকিত হয় পথ
জীবনের সব আঁধার যাবে কেটে
দুঃখ কষ্টের যেন হয় অবসান
দূর্গা মায়ের চরণ পড়বে ধরায়।

          *******

রচনাকাল -
২৮শে সেপ্টেম্বর ২০২৪