ছদ্মবেশে ঘুরছে মানুষ
কাউকে যায় না চেনা
অভাবী মানুষ বাড়ছে অভাব
বাড়ছে শুধুই দেনা।

কান্নাগুলো চুপ করে যায়
ছদ্মবেশীর ভয়ে
গরীব মানুষ মিছিলে হাঁটে
যাচ্ছে ক্রমশ ক্ষয়ে।

ছদ্মবেশী মুখোশ পরে
করে নানান কান্ড
সুযোগ পেলেই পরের ক্ষতি
করবে লন্ডভন্ড।

নতজানু হয় গরীব মানুষ
সাঁঝের আলো পেয়ে
আর কতকাল চলবে এমন
অভাব আছে ছেয়ে।

ছদ্মবেশ খুলবে কবে
ছদ্মবেশীর দল
গরীব মানুষ ভুগেই মরে
কোথায় পাবে বল!

     *****

  রচনাকাল -
১৮ই জানুয়ারী ২০২৫