শিরোনাম - দেশের শত্রু ( অনুকাব্য )
***********************

সীমান্তে আজ দিচ্ছে হানা
সন্ত্রাসবাদী দল
রাতের ঘুম নিয়েছে কেড়ে
দেখায় নানান ছল।

দেশের শত্রু মুখোশে ঢাকা
যায় না ওদের চেনা
দিন রাত্তির পাহারা দেয়
সীমান্তে আছে সেনা।

     *****


শিরোনাম - সবজির দাম ( পঞ্চবান কাব্য )
************************

সবজির দাম শুনে মাথায় হাত
মাছের দোকানে গিয়ে কর্তা কাত
ঝিঙে উচ্ছে বেগুন একশো পার
যা কিছু কিনবে বিষেতেই একাকার
সবজি বাজারে নেই বাকী ধার।

         *****

রচনাকাল -
১৩ই জুলাই ২০২৪