সাঁঝের প্রদীপ কান্না গিলে নেয়
তোমার আঁচলে বড্ড মায়া মাগো
সমস্ত দুঃখ কষ্ট মুছে দাও এক লহমায়।
আকাশ প্রদীপের আলোয় অন্ধকার কেটে যায়
দীপাবলির রাত, ভূত চতুর্দশী ---
রাতের অন্ধকারে ভেসে আসে জোনাকির কোলাহল।
আতসবাজির শব্দে মুখরিত আকাশ বাতাস
হৃদয়ের বারান্দায় দাঁড়িয়ে আছে হেমন্তর শীতল রাত
লক্ষ লক্ষ মোমবাতি গলে যাচ্ছে নীরবে।
অন্ধকার কেটে গেলে দুঃখটা দূর হবে
আতসবাজি রংমশাল পুড়ে যায় ---
বিবর্ণ রংমশালটা ধিকিধিকি জ্বলে সারা বছর।
*******
রচনাকাল -
৯ নভেম্বর ২০২৩