আগমনী গান করবে হৃদয় মাতাল
কাশের বনে দুলছে হাওয়ায় ফুল
শরৎ ঋতু পুজোর ডালি সাজায়
শিউলি ফুল গন্ধ ছড়িয়ে দেয়
ঢাকের শব্দে মুখরিত দেশ
মহালয়ার বাজছে গান
দূর্গাপূজা জুড়ায় প্রাণ
শিশির ভেজা প্রভাত
কান্না ভুলে হাসবে
অসুর নিধন
করবে তুমি
দশভুজা
জননী
দূর্গা
মা।
******
রচনাকাল -
২২ শে আগস্ট ২০২৪