বিষণ্ণ মেঘের আড়ালে কোজাগরী চাঁদ
মেঘ কেটে গিয়ে উঠবে নতুন সূর্য
ধীরে ধীরে একদিন নামবে শীত
দেউলিয়া মানুষ সম্বল হীন
শীতেই কুঁকড়ে যাবে শরীর
গরম পোশাক বিলাসিতা
ঠকঠক করে কাঁপছে
তবুও বাঁচতে চায়
ছন্দহীন জীবন
বস্তির মানুষ
বিবর্ণ রোদ
ছন্দহীন
হিসাব
মেলে
না।
****
রচনাকাল -
৮ ডিসেম্বর ২০২৩