পিছন ফিরে তাকিয়ে দেখি কান্না মিছিল পথ
আবর্জনা মাখছে গায়ে লিখছে যে দাসখত্।
শুনবে কারা ওদের কান্না এমন সময় কই
সভ্যতা আজ মুখ ফিরিয়ে কাড়ছে তাদের মই।
শ্রমিক সমাজ অভুক্ত আজ বুকের পাঁজরে ক্ষয়
কল কারখানায় শ্যাওলা জমে মানুষ পাচ্ছে ভয়।
ভোরের শিশির ঘাসের বুকে সুবাস নিতে চায়
দু'মুঠো অন্ন পেতেই সবার কালঘাম ছুটে যায়।
আগমনী গান বাজবে এবার দুঃখ হবে দূর
মা দূর্গা আসছে ঘরে হৃদয়ে রঙিন সুর।
*******
৭ সেপ্টেম্বর ২০২৩