অগোছালো সংসার -
অভাব পিছু ধাওয়া করে সর্বদা
ঋণের থেকে মুক্তি নেই
তবুও বাঁচতে চায় মানুষ।
ক্ষয় হয়ে যাচ্ছে হৃদয়ের গোপন সুড়ঙ্গ
নীল স্রোতে বইছে অ-সুখ
থমকে দাঁড়িয়ে আছে হেমন্তের হাওয়া
মাথা নিচু করে বসে আছে দারিদ্র্যের উঠোন।
অন্ধকারে জোনাকির দল উৎসব করে
মানুষ উৎসব করতে ভুলে গেছে -
হাসির মধ্যে লুকিয়ে আছে কান্নার দলিল
দুঃখ কষ্টগুলো কখনও গোপন করা যায় না।
******
রচনাকাল -
২৯শে জানুয়ারী ২০২৫