অভাবের সাঁকোর উপর দাঁড়িয়ে আছি
আকাশটা যেন নেমে এসে কুঁড়ে ঘরের চাল ছুঁয়েছে
মাথা তুলতেই দেয় না কখনও
আগ্নেয়গিরির লাভার মধ্যে জ্বলছি সর্বদা।
পিছন ফিরে তাকিয়ে দেখি শূণ্য মরু পথ
তপ্ত বালিতে পুড়ে যাচ্ছে দারিদ্র্যের বসত
অভাবের সংসারে শুধু নেই নেই নেই -
চোখের মণি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে আশৈশব।
পরিবারে সুখ নেই -
অশান্তি লেগেই আছে সর্বক্ষণ
অনাগত সুখ কাব্য হয়ে যায় নিয়তির বিধানে
অন্ধকার ঘূর্ণাবর্তে হারিয়ে যাচ্ছে গরীবের উঠোন।
******
রচনাকাল -
১৮ ই মে ২০২৪