দুঃখটা গিলতে গিলতে পাথর -
অস্বচ্ছ অন্ধকার গিলে খায় সব সময়
ঘড়ির কাঁটার দিকে তাকাতে ভয় করে
তবুও অদৃষ্ট হাতছানি পিছু ছাড়ে না।

মধ্যবিত্তের অভাব ক্রমশ বাড়ছে
মূল্য বৃদ্ধিতে নাজেহাল
সমাজ দুটো ভাগে ভাগ হয়েছে
ধনী গরীবের ফারাক চিরকাল আছে থাকবে।

টিক টিক টিক...
বিষণ্ণ বিকেল জুড়ে শুধুই অবহেলা
বেঁচে থাকাটাই ভীষণ কঠিন
মধ্যবিত্তের উঠোন জুড়ে দারিদ্র্যের কাব্য।

           ******

রচনাকাল -
২৫শে নভেম্বর ২০২৪