চিতায় পুড়ছে শরীর
দাউদাউ, লেলিহান -
ডুকরে কাঁদছে আত্মীয় পরিজন।

পেনশনের টাকা ভাগ হতো প্রতি মাসেই
চারটে ভাগ -
তিন ছেলে এক মেয়ে।

ব্যাঙ্কে টাকা প্রায় ফাঁকা
ভাগ বাটোয়ারাতেই সব শেষ
জমবে কী করে?

সমান সমান ভাগ  -
কম বেশি হলেই সংসারে অশান্তি
বৃদ্ধ অসহায় লোকটা তার জন্য কিছুই নেই।

এ যেন এক সামাজিক অসুস্থ দলিলপত্র
মানুষটার দুঃখ কষ্ট অলিখিত থেকে গেল চিরকাল
চিতার আগুনে জ্বলে পুড়ে যায় দুঃখের গরল।

               ******

রচনাকাল  -
২৫ অক্টোবর ২০২৩