আকাশ পানে মেঘকে খুঁজি
কোথায় তারে পাই
দহন বেলায় জীবন পোড়ায়
উড়ছে আগুন ছাই।

কালবৈশাখী ঝড়ের সাথে
নামুক ধরায় বৃষ্টি
জ্বলে পুড়ে যাচ্ছে সবই
কীভাবে হবে সৃষ্টি!

প্রকৃতি, মানুষ মুখ শুকিয়ে
খুঁজছে বাঁচার পথ
মরুর জীবনে কোনোদিন কী
আসবে সোনার রথ!

ঝড় উঠুক বৃষ্টি নামুক
মুখে ফুটুক হাসি
কান্না ভুলে জীবন শুরু
দুঃখ হবে বাসি।

       *****

রচনাকাল -
২৮শে এপ্রিল ২০২৪

        *******