দালাল লুটে পুটে খায় শৈশবের বসতবাটি
আকাশ ছোঁয়া বাড়ি মাথা উঁচু করবে
জলের দরে বিক্রি হয় শৈশব
না দিলে ভয় দেখিয়ে জোর করে কেড়ে নেবে।
ছোট্ট বসতবাটি তবুও কতো মায়া
সবকিছু ছেড়ে যেতে হবে অলীক ঠিকানায়
দালাল চক্র গ্রাস করছে গরীবের ভিটে মাটি
উঠোন জুড়ে রামধনু আঁকা কাব্য।
কতো স্মৃতি, কতো অভিমান -
সবই এক লহমায় ধূলিস্যাৎ হয়ে যাবে
পূর্বপুরুষের ভিটে ছেড়ে চিরকালের মতো বিদায়
একমুঠো মাটি তুলতেই দু'চোখ ছলছল করে ওঠে।
*******
রচনাকাল -
১৯শে জুলাই ২০২৪