সব রঙ ফিকে হয়
কান্নার নদী হয় তরল
ভালোবাসা বিপথগামী
মানুষই পান করে গরল।

পদ্মা গঙ্গা দু'জন সখী
তবুও জল হয় ভাগ
এপার বাংলা ওপার বাংলা
হৃদয় গভীরে কাটে দাগ।

        *****